দেশটা আমার সবুজ শ্যামল
রঙিন প্রজাপতি
নীল আকাশে আবির রাঙা
কিংবা চাঁদের বাতি।
সাতটি রঙের রংধনুতে
সূর্য যেমন হাসে
ফুল পরীরা লজ্জানত
আমার মায়ের পাশে।
সন্ধ্যাকালে আকাশ পাখি
রঙিন পালক মেলে
নীল ধোঁয়াটে শান্ত বায়ে
দামাল ছেলে খেলে।
নদীর বুকে কোয়াক ডাকে
ভাসে মাঝির গান
প্রাণের মায়া উথলে ওঠে
যেমন ওঠে বান।
দেশটা আমার বুকের বাঁধন
আমার মায়ের মতো
স্বপ্নগুলো করবে পূরণ
আজকের ছেলে যত।