ছোট্ট মেয়ে গান ধরেছে
নাম হলো তার হেনা
আমার ভাষা বাংলা ভাষা
রক্ত দিয়ে কেনা।
বাংলা ভাষা প্রাণের ভাষা
নদীর কলতান
ভাষার বিজয় আনতে গেছে
শত ভাইয়ের জান।
বাংলা ভাষা মায়ের ভাষা
শিশুর মুখের হাসি
হৃদয় মাঝে এই ভাষাকে
পরম ভালোবাসি।
বাংলা ভাষা রাষ্ট্রভাষা
বাংলা মায়ের মান
সেতো মহান স্রষ্টা খালিক
আল্লাহ্ পাকের দান।