Home ছড়া-কবিতা কবিতা ভাষা – রেদওয়ানুল হক ভাষা – রেদওয়ানুল হক February, 2020 ভাষা হলো ভালোবাসা ভাবের প্রধান বাহন ভাষা হলো তোমার আমার মিষ্টি চোখের চাহন। ভাষা হলো আশার গাঙে দাপুর দুপুর গাহন ভাষা হলো মাছের মতো সাঁতার দিতে থাহন। ভাষা হলো রৌদ্র ঝরা পলাশ শিমুল কাহন ভাষা হলো হঠাৎ গুলি ভাই হারানো দাহন।