বাংলা ভাষা মায়ের ভাষা ভাইয়ের প্রাণের দান
বাংলা ভাষা আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ অবদান।
এসো গাই মায়ের ভাষার গান
এসো গাই ভায়ের ভাষার গান।
এই ভাষাতেই মধুর মধুর কথা শেখান মায়
এই ভাষাতে বাবা আমার আল্লার গুণ গায়।
বায়ান্নতে রক্ত দিলাম মায়ের ভাষার জন্য
তবু কেন অন্য ভাষার আজ বাংলায় প্রাধান্য।
বিদেশী ভাষা দাও ছেড়ে দাও, রাখো বাংলার মান
বাংলাভাষা আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ অবদান।
এই ভাষারই সুমধুর বাণী
দূর করে সব পেরেশানি
এই ভাষা পায় বিশ্বজুড়ে আদর ও সম্মান।