ছড়ার পাখি ডাকছে ডাকি
ডানা দু’খান মেলে,
দূর আকাশে মিষ্টি গলায়
সুর দিয়েছে ঢেলে।
ভোর হয়েছে দোর খুলেছে
ছোট্ট সোনা খুকি,
ভোরের আলো লাগে ভালো
ফুলের গন্ধ শুঁকি ।
রাতের পরে দিন নেমেছে
সোনারোদে ঝিক,
এ ধরাতে মন মজেছে
আলো চতুর্দিক ।
ছড়ার পাখি ডাকছে ডাকি
ডানা দু’খান মেলে,
দূর আকাশে মিষ্টি গলায়
সুর দিয়েছে ঢেলে।
ভোর হয়েছে দোর খুলেছে
ছোট্ট সোনা খুকি,
ভোরের আলো লাগে ভালো
ফুলের গন্ধ শুঁকি ।
রাতের পরে দিন নেমেছে
সোনারোদে ঝিক,
এ ধরাতে মন মজেছে
আলো চতুর্দিক ।