শীতটা এলো তাড়াতাড়ি
করছে বড়ো বাড়াবাড়ি!
গরিব-দুঃখী আদুল গায়
অনেক বেশি কষ্ট পায়।
শুকনো পাতা ঝরার কাল
পাতাশূন্য গাছের ডাল।
দারুণ শীতে কম্পমান
শীতের বুড়ি পায়েস খান!
শীতের বাড়ি অনেক দূর?
কেউবা বলে হিমেলপুর।
শীতটা করে পায়চারি
শীতটা এলো বাইশারী।
শীতটা এলো তাড়াতাড়ি
করছে বড়ো বাড়াবাড়ি!
গরিব-দুঃখী আদুল গায়
অনেক বেশি কষ্ট পায়।
শুকনো পাতা ঝরার কাল
পাতাশূন্য গাছের ডাল।
দারুণ শীতে কম্পমান
শীতের বুড়ি পায়েস খান!
শীতের বাড়ি অনেক দূর?
কেউবা বলে হিমেলপুর।
শীতটা করে পায়চারি
শীতটা এলো বাইশারী।