Home ছড়া-কবিতা কবিতা শীত এসেছে – আমিনুল ইসলাম

শীত এসেছে – আমিনুল ইসলাম

শীত এসেছে পাতায় পাতায়
শীত লেগেছে ঘরের কাঁথায়
শীত পড়েছে শহর গাঁয়ে
শীত লাগে বেশ কড়া,
এমন দিনে গরিব দুখির
কষ্ট ভীষণ চড়া।

থাকবো না আর চুপটি করে
পৌঁছে যাবো বস্তিঘরে
গরম পোশাক তুলে দেবো
অভাবীদের হাতে,
কষ্ট কিছু লাঘব হবে
লাগবে ভালো তাতে।

SHARE

Leave a Reply