শীতটা আসে বন বাদাড়ে
শীতটা আসে পাহাড়ে
দারুণ শীতে থরথরিয়ে
গরিব কাঁপে আহারে!
শীতের দিনে মজাও আছে
পিঠা-পায়েস রসও আছে
মাঠের পরে মাঠও সাজে
সরষে ফুলের বাহারে।
উড়াল দেয় পাখির ঝাঁক
পায়রা ডাকে বাকুম বাক
নিকেল করা বিকেলগুলো
খোঁজে যেন কাহারে!
চতুর্দিকে হিমেল হিম
বিলের বুকে অলস ঝিম।