রোজ সকালে সূর্য ওঠে
বলে খোকন সোনা,
মিথ্যা কথা বলো না কভু
মিথ্যা বলা গুনা।
ভোরের পাখি জেগে ওঠে
গানে গানে বলে,
সাঁতার না জানিলে খোকা
নামিও না জলে।
নামায পড়ে খোকন সোনা
করে মুনাজাত,
আল্লাহ তায়ালার নূর এসে
ভরে তার হাত।
রোজ সকালে সূর্য ওঠে
বলে খোকন সোনা,
মিথ্যা কথা বলো না কভু
মিথ্যা বলা গুনা।
ভোরের পাখি জেগে ওঠে
গানে গানে বলে,
সাঁতার না জানিলে খোকা
নামিও না জলে।
নামায পড়ে খোকন সোনা
করে মুনাজাত,
আল্লাহ তায়ালার নূর এসে
ভরে তার হাত।