সকাল বেলা
রোদের মেলা
লাগছে দারুণ মজা
পাকান পিঠা
দারুণ মিঠা
গরম তেলে ভাজা।
ফুল বাগানে
এই উঠানে
ফুলের গন্ধ পাও?
নতুন ধানে
চাল ভানে
পায়েস করে দাও।
মাঠে মাঠে
ধান কাটে
হাসি সবার মুখে
হাওয়ায় দোলে
সরষে ফুলে
মৌমাছিরা সুখে।
সকাল বেলা
রোদের মেলা
লাগছে দারুণ মজা
পাকান পিঠা
দারুণ মিঠা
গরম তেলে ভাজা।
ফুল বাগানে
এই উঠানে
ফুলের গন্ধ পাও?
নতুন ধানে
চাল ভানে
পায়েস করে দাও।
মাঠে মাঠে
ধান কাটে
হাসি সবার মুখে
হাওয়ায় দোলে
সরষে ফুলে
মৌমাছিরা সুখে।