কথায় তুমি মুক্তা ঝরাও
হাসি মুখে চলো
যে কথাটা নবীর আদব
সে কথাটা বলো।
শক্ত কথায় যে সব লোকে
মনটা ভেঙে দেয়
বলতে পারো এসব লোকের
নবীর শিক্ষা নেই।
নম্র ভাষায় শ্রেষ্ঠ আদব
শক্ত কথায় নয়
মন ভাঙানো কথায় বলো
ক’জন ভালো কয়?
যদি তোমার মুখের কথা
হয়গো অতি নরম
সবাই খুশি হলে পাবে
রবের রহম করম।
বিনয় ভাষায় বলতো কথা
আমার প্রিয় রাসূল
ওগো মানুষ ফিরবে কি হুঁশ
আর কর না ভুল।