Home ছড়া-কবিতা কবিতা জন্মদিনের পদ্য । সাজজাদ হোসাইন খান

জন্মদিনের পদ্য । সাজজাদ হোসাইন খান

এই পৃথিবীর পুষ্পপবনে যেদিন এলাম উড়ে
ফেরেশতারা দাঁড়িয়ে ছিল একটুখানি দূরে।
সূর্য ছিল আলতাফুলে ঢাকা
বাতাস ছিল আজান মাখামাখা
চলতে পথে তারার নদী বাঁয়ে
চম্পাচোখের পাপড়ি ছিল
ভাঙা চাঁদের নায়ে।

আকাশজুড়ে উড়াল পাখি-পরী
আবির ভরা কলসি নিয়ে খুশির গড়াগড়ি।
ছায়াপথের কালচে বাঁকে ঘুমিয়ে ছিল যারা
আমার আসার কলরবে
উঠলো জেগে তারা।

এমন সময় এই জগতের কোমল ঘাসে নামি
কাব্যকথার কুসুমকলি এই যে দেখো আমি!

SHARE

Leave a Reply