Home নিয়মিত আমাদের কথা আমাদের কথা

আমাদের কথা

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
তোমরা কেমন আছো?
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো!
দেখতে দেখতেই পরীক্ষার সময় কিন্তু এসে গেছে।
হ্যাঁ, নভেম্বরেই পরীক্ষা। সুতরাং এই সময়টা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত অক্টোবর সংখ্যায় “আমাদের কথায়” তোমাদের জন্য সফলতা ও দোয়ার কথা বলেছিলাম।
প্রস্তুতির বিষয়টিও বলা হয়েছিল। রুটিনমাফিক পড়ার জন্য পরামর্শও দেওয়া হয়েছিল। মনে করি তোমরা সেই আলোকে নিজেদের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছ!  যদি তাই হয়, তাহলে আর দুশ্চিন্তার কী আছে?
‘পরীক্ষাভীতি’ বলতে একটা প্রবাদ চালু আছে। এটা সম্পূর্ণ গুরুত্বহীন একটি কথা। এর কোনো ভিত্তি নেই।  তোমাদের মধ্যে পরীক্ষাভীতি থাকবে কেন?
বরং সামনে সফলতার আনন্দ বেশি থাকবে। আনন্দের মধ্য দিয়েই হাসিখুশিভাবে পরীক্ষা দিতে হবে।  পরীক্ষা নিয়ে তোমাদের মনে যেন কোনো ভয় বা শঙ্কা না থাকে। কোনো দুশ্চিন্তা যেন না থাকে। প্রস্তুতি যদি ভালো থাকে তাহলে দুশ্চিন্তা থাকবে কেন?
আল্লাহর ওপর ভরসা করে পরীক্ষার হলে যাবে এবং সুন্দর ও সুস্থতার সাথে স্বাভাবিকভাবে লিখবে। দেখবে সফলতা তোমার হাতের মুঠোয় ধরা দিয়েছে। কোনো ভালো প্রচেষ্টা এবং শ্রম কখনোই বৃথা যায় না।
সময়কে যথাযথভাবে কাজে লাগাও। চেষ্টা করো, পরিশ্রম করো, ইনশাআল্লাহ তুমিও সফল হবে। আমরাতো তোমাদের সফলতার জন্য সকল সময়ই দোয়া করে যাচ্ছি ।
আজ এ পর্যন্তই !
আল্লাহ হাফিজ।

SHARE

Leave a Reply