সালাম মানে আপনার ওপর
বর্ষিত হোক রহমত
কুশল বিনিময়ের এটাই
সবচে সঠিক শুদ্ধ পথ।
শান্তি বাণী ছড়িয়ে দাও
সকল জনে জনে
সবাই সবার চাইবে ভালো
প্রতি ক্ষণে ক্ষণে।
একটা মানুষ গোমড়া মুখে
বের হলো ঘর থেকে
তাকে তুমি শুভ সকাল
বললে পথে দেখে।
মনে মনে তোমার ওপর
বিরক্ত সে হবে
হাসি মুখে সালাম দিলে
তৃপ্তি পাবে তবে।
সালাম দেয়ার প্রচলনটা
বাড়াও বেশি করে
শত্রু সবাই বন্ধু হবে
শান্তি আসবে ঘরে।