Home ছড়া-কবিতা কবিতা হেমন্ত মুছবে এবার । হেলাল আনওয়ার

হেমন্ত মুছবে এবার । হেলাল আনওয়ার

শরতের শেষে এলো মহা ধুমধামে
হেমন্ত হাসে যেন রূপের খামে।
কিষাণের মুখে হাসি স্বপ্নের ফুল
হেমন্ত জাগায় যেন নদীর দু’কূল।
ভাদ্দরে ধান পাকে মৌ মৌ গন্ধ
পাখিদের আনাগোনা, কী মধুর ছন্দ!
শিম ফুলে ঝিকমিক শিশিরের বিন্দু
চারপাশ মনোরম রূপে ভরা সিন্ধু।
হেমন্তে দোলায় পাকা কাউনের ভূঁই
তাল জলে সাঁতরায় ছোট বড় রুই।
হেমন্ত মুছবে এবার মায়েদের কান্না
পাতিলে হবে আবার স্বপ্নের রান্না।

SHARE

Leave a Reply