বর্ষা গেল, দূর হয়েছে দস্যি বানের পানি
দুর্ভোগ শেষ প্রাণ জুড়ালো, স্বস্তি পাবো জানি।
ভ্যাপসা গুমোট মিইয়ে আসে
মেঘের ডিঙি নীল আকাশে
ইচ্ছেমতন মেলছে ডানা উড়ছে উড়ুক উড়ুক
আকাশ-গাঙে ছলছলানো স্বপ্নের ঢেউ উলুক ঝুলুক
দুলতে থাকে খুশির দোলায় ছন্দে সুরে সুরে।
শরৎ এলো শান্ত ঋতু নীরব নতুন সাজ
বান বন্যায় ভয় তরাসের যা ছিল দুঃখ দুশ্চিন্তার ভাঁজ
এখন গেছে দূরে সরে, শরৎ এসো শহর নগর গাঁয়
দিগন্তে ও শস্যখেতে আগমনীর ঘ্রাণ ছড়িয়ে যায়,
কাশফুলেরা ফুটছে ফুটে আলোর হাওয়ায় দোলে
কী অপরূপ শরৎ রানী সুবোধ শিশু মা-প্রকৃতির কোলে।
শরৎ এলে মন ভরে যায় কোমল মেঘের মত
হালকা শীতের পরোক্ষ উম হাতছানি দ্যায় কত।
খুব নিরজন শান্ত মগন এই ছবিটির দীঘল অপেক্ষায়
বর্ষাবানের কষ্টস্মৃতি
দ্যায় ভুলিয়ে শরৎপ্রীতি
শরৎছোঁয়ায় মন ভালো হোক, প্রত্যাশিত গভীর মমতায়।