কালো মেঘের শরীর ফেটে বৃষ্টি ঝরে শেষে,
সাদা রঙের শিউলি ফুলের ঘোমটা পরে হেসে
সারা আকাশ উতল করে খেলছে লুকোচুরি;
সপ্ত রাজার খুশির ভুবন করে পুকুর চুরি।
না কি ঘোমটা পরা পরী
পরছে নোলক, মাথায় রূপার লক্ষ রজত জরি
করছে ঝলমল,
না কি দুষ্ট মেয়ে পুতুল হারিয়ে ফেলে অশ্রু টলমল!
কোথায় কালো গাভী বরণ মেঘ,
দুধ সাদা দুধ মেঘের তুলোয় ছড়াচ্ছে উদ্বেগ।
হা-হুতাশের চাপা কান্না
বাষ্প ধবল ধুলো,
উড়ছে সে কি ঝাপটা বায়ে মাথার পক্ব চুলও।
না, না হারিয়ে যাওয়া হীরক খণ্ডগুলো
সাত আকাশে পড়ছে ছড়িয়ে,
না কি তোমার অশ্রুগুলো পড়ছে গলে গণ্ড গড়িয়ে।