শরৎ তুমি কার মেয়ে
হও না তুমি যার মেয়ে
রূপটি তোমার চমৎকার
বলো বলো, অমত কার?
মাঠের সবুজ ছাড়িয়ে যাও
কাশের বনে হারিয়ে যাও
শিউলিগুলোও নাড়িয়ে দাও;
পেঁজাপেঁজা মেঘের খেলা
যাও যে খেলে সারাবেলা
দুঃখজরাও মাড়িয়ে যাও!
টগর-জবার হলুদ মেখে
মন কেড়ে নাও থেকে-থেকে;
মেঠোপথের বাঁকে-বাঁকে
রূপটা তোমার আমায় ডাকে।
শরৎরাণী তোমায় জানি
শাপলা ফোটাও মানি-মানি
কে দিয়েছে রূপ তোমায়?
রঙিনফুল ও রঙিনপাতা
পাগল করে দেয় যে মাথা
আমায় ডাকে আয়রে আয়।
শিউলিফুলের মালায়-মালায়
দুঃখ আমার পালায়-পালায়।