Home ছড়া-কবিতা দোলনা । শেখ আব্দুল্লাহ নূর দোলনা । শেখ আব্দুল্লাহ নূর August, 2019 দোল দোল দোলনা চলে যাই খুলনা। খুলনার বাহাদুর কিনে দিল চানাচুর। চানাচুরে ঝাল নাই সাগরের হাওয়া খাই, হাওয়া কয় ভাওয়া ব্যাঙ তোর নাকি চার ঠ্যাঙ? লাফ দিয়ে চলে যা ওই দূর চাটগাঁ।