বর্ষা এলো আবার গায়ে
ঝুম ঝুমা ঝুম করে
বর্ষা এলো খালে বিলে
ডোবা পুকুর ভরে।
বর্ষা এলো মাঠে ঘাটে
আবার ঘরের টিনে
বর্ষা এলো খোকা খুকির
আম কুড়ানোর দিনে।
বর্ষা এলো মাছ বাঁচাতে
পুকুর নদীর মাঝে
বর্ষা এলো গাছ বাঁচাতে
আবার নতুন সাজে।
বর্ষা এলো আবার নিয়ে
নানান ফুলের ঘ্রাণ
বর্ষা এলো গাছ-পালারি
নিয়ে নতুন প্রাণ।