খোকার হাতে লাল ঘুড়িটা
উড়াবে ঐ মাঠে
বন্ধু সকল পিছ লেগেছে
খোকার পিছু হাটে।
সুতার ডিব্বা হাতে নিলো
নিলো কাঁধে ঘুড়ি
একটু দূরে সবুজ মাঠে
দিবে সে তা উড়ি।
বাতাস বেয়ে উঠবে ঘুড়ি
আকাশ দেশের কোণে
হাসবে খোকা দেখবে চেয়ে
লাগবে খুশি মনে।
রঙিন ঘুড়ি কিনে খোকা
আনছে মেলা থেকে
বহুদিনের স্বপ্ন খোকার
আঁকছে ছোট্ট বুকে।