সাদা মেঘের ভেলা
নীলাভ রঙের আকাশ জুড়ে
করছে যেন খেলা।
রঙ লেগেছে ফুলে
দীঘির জলে শাপলা-পদ্ম
খেলছে দুলে দুলে।
নদীর বাঁকের পাশে
বাতাস এসে দিচ্ছে দোলা
কাশফুলেরা হাসে।
মেলছে ডানা পাখি
উড়ছে তারা গাইছে গান আর
করছে ডাকাডাকি।
এমন মধুর বেশে
শরৎ রাণী এলো বুঝি
সোনার বাংলাদেশে।