Home ছড়া-কবিতা বর্ষার ফুল । নাহিদ নজরুল বর্ষার ফুল । নাহিদ নজরুল August, 2019 শাপলা ফোটে খালে বিলে কদম ফোটে ডালে আরও অনেক ফুল দেখা যায় সারা বর্ষাকালে! দোলনচাঁপা সোনাপাতি কামিনী বকুল কলমি পদ্ম চালতে পানা কুমড়া কেয়া ফুল! সকাল বিকাল ভেসে বেড়ায় ফোটা ফুলের ঘ্রাণ বৃষ্টি দিনে মিষ্টি ঘ্রাণে জুড়ায় সবার প্রাণ।