তোমার কাব্য মাঝে আছে
মুগ্ধ মধুর সুর,
আজকে তুমি ভুবন ছেড়ে
গেলে কত দূর!
তোমার কাব্য মাঝে মিলে
সুপ্ত আলোক ধারা,
ধরা ছেড়ে আজকে থেকে
করলে পাগলপারা।
জানি আমি কাব্য মাঝে
তুমি বেঁচে থাকবে,
তোমায় নিয়ে কাব্য প্রেমী
কাব্য ছড়া আঁকবে।
তোমার লেখা পড়ে পড়ে
লেখার ইচ্ছে জাগে,
প্রভু তোমায় সুখে রাখুন
জান্নাতের ঐ বাগে।