Home তোমাদের কবিতা পাখির কবি ফুলের কবি । খায়রুল আলম রাজু

পাখির কবি ফুলের কবি । খায়রুল আলম রাজু

পাখির কবি, ফুলের কবি, কোথায় তিনি আজ?
কোথায় কবির মায়ের নোলক-পদ্য লেখার ভাঁজ?
কোথায় কবির তিতাস নদী, দিঘীর কালো জল?
বকুল ডালে লুকিয়ে থাকা-ফুলপাখিদের দল!

কবির মতো কে খুঁজেছে; কাঁঠালচাঁপার ঘ্রাণ?
নদীর বাঁকে কে এঁকেছে- গাছগাছালির প্রাণ?
কে ছুটেছে কবির মতো, না ঘুমানোর দলে?
ডাবের মতো রূপটা চাঁদের কে লিখেছেন ছলে?

কেউ বুঝেনি, কবির মতো, ফেব্রুয়ারির টান,
পাখির মতো, ভরদুপুরে- ভয়ের চোটে গান…
এমন কবি ধরায়-পাওয়া, এই বাঙালির তরে,
স্মৃতির পাতায় অমর কবি- হৃদয়ভূমির ঘরে!

SHARE

Leave a Reply