কবিকুলে ছিলেন তিনি
শৌর্যবীর্য কবি,
সংস্কৃতির ভয়াল যুগে
যেন আলোর রবি।
নৈতিকতার অবক্ষয়ে
যখন সংস্কৃতি,
তিনিই তখন পদ্য ভাষায়
গেলেন সুস্থ গীতি।
‘সোনালি কাবিন’ হলো তাঁর
কবিতার উপাদান,
আছে আরো শিশু ছড়ার
শ্রেষ্ঠ অবদান।
কোন সে জাতি ধর্ম কিবা
সবার কাছে সেরা,
হৃদয়টা তাঁর স্বপ্নরঙে
ছিল সদা ঘেরা।
জানতে কি চাও কে সেই মহৎ
কোন সে রঙিন ছবি,
তিনি হলেন আল মাহমুদ
লাল সবুজের কবি।