বকুল ডালে লুকিয়ে থাকার স্বপ্ন ছিলো তার
স্বপ্ন ছুঁতে হাত বাড়ালো তিতাশ নদীর পাড়।
পাড়েই তিনি রোদ পোহাতেন মেঘের অচিন দেশে
কল্পলোকে উড়াল দিতেন হাওয়ায় ভেসে ভেসে।
কাঁঠাল চাঁপার গন্ধে আহা মন ছিলো না পাঠে
ইচ্ছে মতন ছুটে যেতেন নদীর ঘাটে ঘাটে।
হাওয়ার গাড়ি ছুটতো আবার জোছনা রাতের বাড়ি
পরীর পালক পরিয়ে দিতেন আকাশ পাতাল পাড়ি।
তার হৃদয়ের জোছনা নামে কর্ণফুলীর জলে
জীবন ভরে ছিলেন তিনি না ঘুমানোর দলে।
জলপিপি আর নীল জোনাকি সঙ্গী ছিলো তার
সঙ্গী ছিলো ফুল পাখি আর আলোর অভিসার।
পিদিম জ্বলা রাত্রি এনে ঘাসের মাঠে রেখে
ছড়িয়ে দিতেন বনফুলের গন্ধ মেখে মেখে।
ছন্দফুলের রাজ্যে তিনি গন্ধময়ী রাজা
অন্তমিলের সুবাস ভরা ভীষণ তরতাজা।
চতুর্দিকে ছড়িয়ে দিলেন সবুজ সুখের রেষ
কিন্তু তিনি জানেন এটি বোয়াল মাছের দেশ।