ঈদ আমাকে শিক্ষা দিলো
বিভেদ ভোলার গীত
মন থেকে মন গড়ে দিলো
ভালোবাসার ভিত।
দল বেঁধে দল এক কাতারে
এক আঙিনায় মিল
এক খুশিতে মাতালো প্রাণ
উঁচু-নিচুর দিল।
ঈদ ফুটালো পাপড়ি মেলে
সবার হাতে ফুল
আমরা মানুষ বান্দা রবের
বিভেদ করা ভুল।
সবাই হবো সবার তরে
চাইবো ভালো তার
খুশ আনন্দের মিতালিতো
ঈদের উপহার।