নগরে সড়কে যেদিকে তাকাই
শুধু ভিড় শুধু ভিড়
এতো উঁচু এতো বড় ইমারত
ঢাকে আকাশের তীর।
কোথাও পাই না সবুজ জমিন
আছে শুধু বাস ট্রাক
সকাল বিকাল সারা দিন-রাত
মারে কান ফাটা হাঁক।
কবে ফিরে পাবো দখিন হাওয়া
ফাগুনের সজীবতা
কবিতায় গানে আঁকা সেইসব
জগতের রূপকথা?
চলো আনি আজ দুরন্ত প্রাণ
রঙিন শৈশব
খোলামেলা পরিবেশে খোলা মনে
হবে খুব উৎসব।