পাপ যত হবে সাফ সিয়ামের সাধনায়
অপরাধ ক্ষমা পাবে ক্ষুধারই যাতনায়।
পুণ্য যত আছে কর ভাই অর্জন
অন্যায় অবিচার কর সব বর্জন।
সিয়ামের শিক্ষা মানুষের কল্যাণে
অনন্য সাধনা জাগে প্রাণে প্রাণে।
ধনী আর গরিবে আছে যত ব্যবধান
আসে তবে মুছে দিতে পবিত্র রমজান।
এক সাথে ইফতারি দীন-ধনী মিলে
ছোট বড় যাহারাই রোজাদার ছিলে।
সিয়ামের শেষে আসে ঈদ উৎসব
আনন্দ কোলাহল মাতে কলরব।