Home ছড়া-কবিতা ঈদ এলো । শাকেরা শিমু ঈদ এলো । শাকেরা শিমু June, 2019 ঈদ এলো ঈদ, সবে মিলে একসাথে চলো মসজিদ। ঈদ এলো তাই, হানাহানি ভুলে আজ সবে ভাই ভাই। ঈদ এলো বলে, হিংসা-বিদ্বেষ দাও দুই পায়ে দলে। ঈদ এলো ঘরে, সবার হৃদয় যাক আনন্দে ভরে।