মেঘের ভাঁজে হাসল ঈদের চাঁদ
সেই খুশিতে দুঃখ পালায়
খুশিরা উন্মাদ।
আনন্দরা আকাশ ঠোঁটে ঝুলে
থোকায় থোকায় টপকে পড়ে
পু®প এবং ফুলে।
যায় ছড়িয়ে সুবাস হাওয়ার রথে
বাঁধনহারা ফুর্তিরা সব
নাচে পথে পথে।
খুশির হাওয়া বাজায় পাতার বাঁশি
বুকের গাঙে প্রীতির নাচন
ছন্দ রাশি রাশি।