এসেছে রমাদান জ্বালিয়ে দিতে
পাপের সকল হালখাতা,
বেঁধেছে শয়তান শিকল দিয়ে
দুনিয়াতে যার জালপাতা।
মুক্তি পাওয়ার সুযোগ এলো
লাগাও কাজে মুসলমান,
আমল আখলাক সঠিক কর
আঁকড়ে ধর আল-কুরআন।
গরিব মিসকিন আহার বিনে
কষ্ট তাদের কোন্ কারণ,
বুঝাতে মোদের আল্লাহ তা’লা
হুকুম দিলেন সাওম সাধন।
কুরআন দিলেন মুক্তির বাণী
বন্ধ হলো দোজখ দ্বার,
আমলকারী নাজাত পাবে
ঈমান আছে কল্বে যার।