চকবাজারে লাশের মিছিল
লক্ষ লোকের কানড়বা
লাশের স্তূপে দাঁড়িয়ে কেউ
স্বজন খুঁজে পান না।
মা কাঁদে তার ছেলের জন্য
ছেলে খোঁজে মাকে
ভস্ম হওয়া ভাই পেল বোন
ধ্বংসস্তূপের ফাঁকে।
সারা দেশে শোকের মাতম
বাতাস হল ভারী
কেমন করে সইব এ শোক
কষছি হিসাব তারই।
এমনতর দুর্ঘটনা
হয় না যেন আর
কর্তৃপক্ষ যথাযথ
ব্যবস্থা নিক তার।