বিশ্বটাকে জানতে হলে
সবার আগে পড়ো
পড়ালেখা করে সবাই
নিজের জীবন গড়ো।
গড়তে হলে নিজের জীবন
নিয়ম মেনে চলো
কথা বললে লোকের সাথে
সত্য কথা বলো।
পড়ালেখার পাশাপাশি
খেলাধুলা করো
একটু সময় পেলে সবাই
কুরআন হাদিস ধরো।
আম্মু আব্বুর কথা শোনো
যতই খারাপ লাগুক
মনের মাঝে বড় হওয়ার
স্বপ্ন সবার জাগুক।
ভালোবাসবো সব মানুষকে
হোক না গরিব দুঃখী
একটু হাসি দিয়ে হলেও
করবো তাদের সুখী।