কোথা থেকে নেমে আসে শব্দের ফুল
কার টানে ভাঙে গড়ে তটিনীর কূল
কার দানে দুলে ওঠে বেতসের মূল
কোথা থেকে খুঁজে পাই ছন্দের দুল!
কার প্রেমে ছায়াঘন তমালের বন
কার নামে উচাটন ডাহুকের মন
কার রঙে মোহময়ী প্রভাতের ক্ষণ
কার ঢঙে দখিনাটা বহে শন শন!
কার সুরে শিস দেয় সুরেলা দোয়েল
কোথা থেকে আলো পায় কলাবতী চাঁদ
কার ডাকে আনমনা পাপিয়া কোয়েল
কার প্রেমে ঘুচে যায় যতো অবসাদ!
পাহাড়ের রূপ দেখো কতো অপরূপ
মেঘে মেঘে ঢেকে আছে সাজেকের মুখ
হিজলের কারুকাজে মুঠো মুঠো সুখ
জোছনারা এঁকে দেয় র্কা সে স্বরূপ!
বনানীর বাঁকে বাঁকে সবুজের বান
সগোপনে দোল দেয় পাখিদের গান
সবুজ শ্যামল মাটি কতো মায়াময়-
যতো দূর চোখ যায় তাঁর অবদান।