রাত্রি শেষে সকাল হলো
ভোরের পাখি গায়,
সকল বিভেদ ভুলে এসো
আলো-আশার নায়!
ক্ষতগুলো লুকাই বুকে
ফুটাই সেথা ফুল,
ঊষার আলোয় যাক ধুয়ে সব
মনের যত ভুল।
ধনী-গরিব নেই ভেদাভেদ
আমরা সবাই মিত্র,
ঘুণে ধরা এই সমাজের
পাল্টে দেবো চিত্র।
শক্ত-হাতে ধরবো এসো
এই দেশেরই হাল,
সোনার চেয়ে দামি এদেশ
দেখবে সবাই কাল।