নতুন দিন নতুন আশা
হরেক রকম খেলা,
নতুন তুলি নতুন রংয়ে
রঙিন ছবির মেলা।
নতুন মনে নতুন ভাষা
মিষ্টি সুরের গান,
নতুন ভোর নতুন স্বপন
নতুন অভিযান।
নতুন সাথী নতুন প্রীতি
অচিন পথে চলা,
নতুন মুখে নতুন সুরে
কত কথা বলা।
নতুন শাখে নতুন পাতা
প্রাণ ভরে গায়,
নতুন চোখে নতুন দেখা
নতুন ভাবনায়।