মৃত্যু আমায় ডাকে
চোখের পাতায় আঁকে
হাওয়ায় মেশা দেখি আমি
পথের বাঁকে বাঁকে।
মৃত্যু আমায় ডাকে
ডাকে কালো কাকে
মরেছে কোথাও দূরে-
পাশের বাড়ির ফাঁকে।
মৃত্যু আমায় ডাকে
বলব আমি কাকে
মৃত্যুকে কেউ পায় না ভয়
যখন বলি যাকে।
মৃত্যু আমায় ডাকে
চোখের পাতায় আঁকে
হাওয়ায় মেশা দেখি আমি
পথের বাঁকে বাঁকে।
মৃত্যু আমায় ডাকে
ডাকে কালো কাকে
মরেছে কোথাও দূরে-
পাশের বাড়ির ফাঁকে।
মৃত্যু আমায় ডাকে
বলব আমি কাকে
মৃত্যুকে কেউ পায় না ভয়
যখন বলি যাকে।