আল মাহমুদ মরেনি
মরেছে কি কবিতা?
আমরা তা বুঝিনি
বুঝি অন্যসবই-তা।
একুশ পেলো বাংলা পেলো
পেলো কিশোরকণ্ঠও
তবুও জায়গা হলো না
শহীদ মিনার বা ঢাবিতেও।
অবশেষে চলে গেলেন
আপন ভুবন মোড়াইলে
বাবা মায়ের পাশে কবি
চির সুখে ঘুমাইলে।
দোয়া করি আল্লাহ রাহে
রাখেন যেন জান্নাতে
পাখি হয়ে ওড়েন কবি
হীরা জহর পান্নাতে।