ধন্য আমি ধন্য
স্বাধীন দেশের জন্য,
যেথায় খুশি কিনতে পারি
স্বাধীন দেশের পণ্য।
যতগুলো খুশি
বুকের ভেতর পুষি,
স্বাধীন দেশের ফল-ফলারি
প্রাণটা ভরে চুষি।
মৌমাছিরা দুলে
ঘোরে ফুলে ফুলে
নানান রূপে হাসছে এদেশ
সবুজ আঁচল খুলে।
আমরা হলাম স্বাধীন
নাচছি তা-ধিন তা-ধিন
সব সুবিধা আমার দেশে
নইতো কারও অধীন।