একটা পাখি উড়ছিলো
ডালে ডালে ঘুরছিলো
কণ্ঠে তাহার
ছন্দ বাহার
মিষ্টি অতি সুর ছিলো!
সুরে সুরে
হৃদয়পুরে
আনন্দরা জুড়ছিলো।
হঠাৎ করে শব্দ কিসের?
হানলো আঘাত মরণ-বিষের!
মারলো কারা গুলি?
উধাও পাখির খুলি!
টপটপাটপ রক্ত ঝরে
সবুজ পাতা গাছের পরে
কষ্টগুলো কাঁটার মতো
যেন শুধু ফুঁড়ছিলো!
আহা!
পাখির শোকে আঁখি আমার
থেমে থেমে পুড়ছিলো!