আমে পোকা
জামে পোকা
মাছে পোকা
গাছে পোকা
পোকা বেগুন শিমে
পোকা পটল জিমে।
ধানে পোকা
পানে পোকা
চালে পোকা
জালে পোকা
পোকা বই খাতায়
গাছে লতা পাতায়।
ফলে পোকা
জলে পোকা
বেলে পোকা
তেলে পোকা
পোকা কাঠে খাটে
পোকা মাঠে ঘাটে।
ফুলে পোকা
মূলে পোকা
চুলে পোকা
ধুলে পোকা
পোকা বরই লিচুতে
পোকা সকল কিছুতে।
যেদিকে দেখি
সেদিকে এ কী!
একটা নয়
সাতটা নয়
জগৎময়
পোকা পোকা পোকা
থোকা থোকা থোকা!