ভোরের ঐ শীতল বায়ু
পাখির কণ্ঠে গান
সবুজে ভরা প্রকৃতি
প্রভুর সেরা দান।
কোকিল ডাকে কুহু কুহু
শিকার ধরে বক
পাখির মিষ্টি মধুর শব্দ
শুনার আমার শখ।
মৌমাছিরা ফুলে ফুলে
করে মধুর খোঁজ
ভোঁ ভোঁ করে ঘুরে বেড়ায়
দেখি তাদের রোজ।
ভোরের পাখি হতে তুমি
এবার করো পণ
প্রভুর নামে অজানা সুর
শুনবে উজাড় মন।