শিশির জমে ঘাসের ডগায় পদ্ম পুকুর বিলে,
সূর্যি তখন দেয়নি উঁকি দূর আকাশের নীলে!
খোকা-খুকুর শরীর ঢাকা উলের কাপড় শালে,
কিচিরমিচির পাখির কূজন খেজুর গাছের ডালে!
চিতই-ভাপা, কদমা-নাড়ু তিলের খাজা মোয়া,
হিম কুয়াশা চাদর ছিঁড়ে হলদে আলোর ছোঁয়া!
হলদে আলোর লালচে আভায় সূর্যি মামার হাসি,
চতুর্দিকে আলোর মেলা দারুণ ভালোবাসি!
বাড়ির পাশে পুষ্প কানন ডালিয়া আর গাঁদা,
গাঁও-গেরামে শীতের সকাল হিম কুয়াশা সাদা!
গাঁয়ের রাখাল ছুটছে মাঠে শিশির ভেজা পায়ে,
হিম কুয়াশা শীতের সকাল কাঁপন ধরায় গায়ে!