Home ছড়া-কবিতা রোদ সকালে । হাজেরা সুলতানা হাসি

রোদ সকালে । হাজেরা সুলতানা হাসি

খুব সকালে ঘুম ভেঙে
আলসে ঝেড়ে খুকি,
দোর খোলে বাহির দিকে
দেয় যে উঁকি ঝুঁকি।

ওই যে ওই ধান ক্ষেতে
পড়ে রোদের ছটা,
ধানের ছড়া ঝিকমিকায়
রোদেতে সব ক’টা।

খুকির খুশির বাঁধ ভেঙেছে
ছুটছে আপন মনে,
কইছে কথা চুপিচুপি
পাখি ছানার সনে!

হঠাৎ করে অবুঝ মায়ের
ভেসে আসে হাঁক,
যেতে হবে তারই ডাকে
কী আর করা থাক!

SHARE

Leave a Reply