Home ছড়া-কবিতা শীতের সারা বেলা । মোরশেদা হক পাপিয়

শীতের সারা বেলা । মোরশেদা হক পাপিয়

ভোর বিহানে ঘাসের শিশির
ঝিলিক দিয়ে কয়,
শীতের সকাল রোদটা মিঠা
এমনি যেন রয়।
মাঝ দুপুরে হিমেল ছিঁড়ে
সূর্যটা দেয় উঁকি,
উঠোন জুড়ে শীত গরমের
খানিক লুকোলুকি।
শির শিরিয়ে বিকেল নামে
মৌমাছিদের ঘরে,
সরষে ফুলের হলদে মেলায়
মনটা থাকে পড়ে।
থরো থরো শীতের রাতে
ছেলে বুড়ো বশ,
নাচছে কেবল টাপুর-টুপুর
খেজুর গাছে রস!

SHARE

Leave a Reply