কিশোরকণ্ঠে আমার লেখা প্রকাশ করতে চাই। কিন্তু কিভাবে লেখা পাঠাতে হয় সেই নিয়ম আমার জানা নেই।
– পাশের কোনো লেখক বন্ধুর কাছ থেকে একটু জেনে নাও ভাইয়া।
ইসমাইল ভূঁইয়া তানিম
চৌদ্দগ্রাম, কুমিল্লা
‘স্মৃতিকথা’ শিরোনামে অর্থাৎ এই নামক বিভাগে কি কোনো লেখা পাঠানো যাবে? আর যদি যায়ও তাহলে যাকে নিয়ে লেখাটি লেখা তার ছবি দেয়া যাবে কি?
– যাবে।
ইশমাম কবির নীশান্ত
মির্জাখীল, সোনাকানিয়া, চট্টগ্রাম
কিশোরকণ্ঠে কোনো লেখা বা প্রশ্ন পাঠালে সেটা প্রকাশ হতে ২-৩ মাস অপেক্ষা করতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বা কোন অনলাইন সিস্টেম চালু করা যায় কি না? যার মাধ্যমে কোন প্রশ্ন করলে দ্রুত উত্তর পাওয়া যায়! এতে অনেকে উপকৃত হবে এবং অপেক্ষা করতে হবে না। আমি আশা করি আমার এই কথাগুলো বিবেচনা করে দেখবেন।
– তুমি কিশোরকণ্ঠের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারো।
আব্দুল্লাহ আল আবিদ
কুলাউড়া, মৌলভীবাজার
আমি আপনাদের কিশোরকণ্ঠে প্রকাশের জন্য একটি কৌতুক পাঠাতে চাচ্ছি। কী ধরনের কৌতুক হলে ছাপাবেন?
– কিশোরকণ্ঠের ঐ বিভাগটি নিয়মিত পড়লে তুমি নিজেই সেটা বুঝতে পারবে।
এস এন নিলয়
বকশীগঞ্জ, জামালপুর
আমি কিছু চিত্র পাঠিয়েছি। দয়া করে আপনারা আমার এই চিত্রগুলো কিশোরকণ্ঠে ছাপাবেন?
– চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।
শামিমা আক্তার
মনোহরদী, নরসিংদী
ছড়া কবিতা লেখার নিয়মগুলো কি একটু বলবেন?
– সেটাতো এখানে সব বলা সম্ভব নয়। তবে কিশোরকণ্ঠ নিয়মিত পড়লে তুমি নিজেই ধারণা লাভ করতে পারবে বলে আশা করি।
সুলতান মাহমুদ
রানীনগর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ