ওই যে দূরের আকাশ ডাকে আয়
মাঠ পেরিয়ে বন পেরিয়ে
তিনমাথা পথ বাঁক এড়িয়ে
আয়রে কিশোর দেখরে অজানায়।
আলের পরে আল গিয়েছে বেঁকে
ফুল ফসলের নানান রঙে
মাঠ সাজে তার আপন ঢঙে
পথের ছবি যাসরে মনে এঁকে।
ওই যে নদীর জোয়ার ডাকে আয়
বুক ভরা তার প্রাণের ফোঁটা
গাছের ডালে ফলের বোঁটা
নিঝুম দুপুর আশার দেখা পায়।
মনের ভিতর আকাশ আছে আঁকা
ছুটছে মনে আশার নদী
নিত্য চপল নিরবধি
আলোয় ভরা জীবন সুখে থাকা।