আঁধার ধরা পেল তোমার হেরার আলোর খোঁজ
সেই আলোকের শুভ্র ছটায় সকাল আসে রোজ।
দো-জাহানের নেতা তুমি ঐশী বাণীর বোল
তোমার কথায় সুবাস ছড়ায় গোলাপ খায় দোল?
তুমি ছড়ালে দিনের আলো চিনল আশেককুল
কুরআন নামের জীবন বিধান ভাঙালো সব ভুল।
তোমায় স্মরে এই জমিনের সকল মাখলুকাত
তোমার প্রেমে দিবস রাতি গায় সকলে নাত।
দো-জাহানের সেরা তুমি মোহাম্মদ রাসূল
তোমায় নিয়ে গাইছে গান বনের বুলবুল।
তোমার আনা সওদা লয়ে জীবন চালায় আজ
তোমার পথে তোমার মতে নেই আঁধারের ভাঁজ।